Saturday, May 31, 2014

বাঙালি নারীর ১০ গুণ

গরবিনি, আবেগী এবং স্বাধীনচেতা – বাঙালি নারীর সঙ্গে এই তিনটি বিশেষণই মানানসই৷ নারীর গুণ সম্পর্কে জানিয়েছেন পাঠকরা৷ তাঁদের মতামত এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি বাঙালি নারীর দশগুণ নিয়ে এ প্রতিবেদন৷
বাঙালি নারীর ১০ গুণ
আবেগী, স্বাধীনচেতা: গরবিনি, আবেগী এবং স্বাধীনচেতা – বাঙালি নারীর সঙ্গে এই তিনটি বিশেষণই মানানসই৷ আবেগ যেমন তাঁদের দ্রুত স্পর্শ করে, তেমনি স্বাধীনতার প্রশ্নে কিন্তু তাঁরা সত্যিকার অর্থে অনড়৷ নিজের সত্ত্বা নিয়ে অহংকার তাঁদের আছে বটে, তবে তার সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে রয়েছে অসীম ধৈর্য্য৷

শাড়িতে সবচেয়ে সুন্দর:
 বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে শাড়ি৷ সেই শাড়ি বাঙালি নারীর সৌন্দর্য্য ফুটিয়ে তোলে চমৎকারভাবে৷ বিভিন্নভাবে শাড়ি পরতে জানেনও তাঁরা৷ আর ‘উপহার হিসেবে শাড়ি’? – কোন বাঙালি মেয়ে না চায় বলুন?

উৎসব প্রেমী: 
বাঙালির বারো মাসে তেরো পার্বন৷ নববর্ষ, ঈদ কিংবা দুর্গা পূজা – সব উৎসবই যেন বাঙালি নারীর জন্য তৈরি৷ প্রতিটি উৎসবের সঙ্গে মানানসই পোশাক পরতে এবং সেই উৎসবের উপযুক্ত রান্নায় পারদর্শী তাঁরা৷ সুজন খানের কথায়, ‘‘বঙ্গের নারী লাজুক প্রকৃতির, কিন্তু যে কোনো উপলক্ষ্যেই প্রাণ খোলা হাসি উপচে পড়ে তাঁদের৷’’

‘নো ডায়েট’:
 বাঙালি নারী ‘ডায়েট’ করছেন, এমনটা বেশ বিরল৷ তাই খাওয়ার ব্যাপারে তাঁরা বেশ উদার৷ কথায় বলে না, মাছে-ভাতে বাঙালি? অবশ্য মাছ-ভাতের পাশাপাশি ফুসকা কিংবা চটপটি পেলে তো আর কথাই নেই৷ আসলে টক, ঝাল, নোনতা, মিষ্টি, এমনকি তেতোও পছন্দ এই নারীদের৷

রান্নার শখ:
 বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই ধরুন৷ দেশ সামলানোর কঠিন দায়িত্ব পালনের মাঝেও রান্না ঘরে যেতে ভোলেন না তিনি৷ গত বছর ছেলের জন্য রান্না করার সময় তোলা তাঁর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছিল৷ বাঙালি মেয়েরা রাঁধতে যে ভীষণ ভালোবাসেন!

অল্পতেই সন্তুষ্ট: 
বাঙালি মেয়েদের মুখে হাসি ফুটিয়ে তোলা কি খুব কঠিন? না৷ সকলেই জানেন যে, কাজটা সহজই৷ একটি লাল গোলাপ পেলে কিংবা প্রিয় রেস্তোরাঁয় নিয়ে গেলেই তাঁরা সন্তুষ্ট৷ রনজু খালেদের মতে, বাঙালি নারীর মধ্যে ‘একইসাথে দৃঢ়তা ও নমনীয়তা এবং প্রজাপতির চপলতা’ রয়েছে৷

কাজল কালো চোখ: 
জীবনানন্দ দাসের ‘বনলতা সেন’ কিংবা রবি ঠাকুরের ‘কৃষ্ণকলি’ – বাঙালি নারীর কাজল কালো চোখের প্রশংসা পাবেন অনেক কবির কবিতাতেই৷ সত্যি বলতে কি, বাঙালি নারীর চোখ পুরুষকে টানে সবচেয়ে বেশি৷

বাকপটু: 
বাংলাদেশের কিংবা ভারতের মেয়েরা চুপ করে বসে আছেন – এমন দৃশ্য কল্পনা করাও কঠিন৷ তাঁরা কথা বলতে ভালোবাসেন৷ রান্না থেকে রাজনীতি – সব বিষয়েই একটা মতামত আছে তাঁদের৷ ডয়চে ভেলের পাঠক জিএনএস নয়নের কথায়, ‘‘নারী পুরুষের যে কোনো কষ্ট অতি সহজে ভুলিয়ে দিতে পারে৷ এই গুণই আমাকে মুগ্ধ করে, আবার সাথে অবাকও করে৷’’

নারীবাদী: 
বাঙালি মেয়েরা নারীবাদী৷ বিতর্কিত বাঙালি লেখিকা তসলিমা নাসরিন তাঁদের অনেকেরই প্রিয়৷ নাসরিনের ‘আমার মেয়েবেলা’ পড়েনি এমন নারী পাওয়া মুশকিল৷

ভ্রমণপ্রিয়: 
বাঙালি নারীর গুণ কি আর অল্পতে জানানো যায়, বলুন? কিছু গুণ না হয় অজানাই থাক৷ তবে একটির কথা বলে শেষ করি, বাঙালি মেয়েরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসেন৷

Wednesday, May 28, 2014

বাংলাদেশী সাইটের জন্য সেরা আট এডসেন্স বিকল্প!

ইন্ডিয়ান সাইটগুলিতে প্রচুর ট্রাফিক থাকা সত্তেও অনেক সময় নানান কারনে এডসেন্স অনুমোদন দেয় না। এ ধরনের সাইটগুলির জন্য আশার সংবাদ হল এই যে, এখন আপনার সাইটে এডসেন্স না থাকলেও আপনি আয় করতে পারবেন প্রচুর। অনেক সময় বিভিন্ন এড নেটওয়ার্কে আপনি দেখছেন আপনার অসংখ্য ভিজিটর রয়েছে কিন্তু ক্লিক নেই বললেই চলে। এ সব কিছুর সমাধান নিয়ে একটি লেখা পেলাম । এশিয়ান ভিজিটর বেশি এরকম সাইটগুলিতে ব্যাবহার করা যায় এমন আটটি সেরা এড নেটওয়ার্কের কথা উল্লেখ করা হয়েছে । এদের নাম গুলো আমি নিচে উল্লেখ করছি, বিস্তারিত জানতে  এ ভিজিট করুন।
1. Affinity
2. Bidvertiser
3. Chitika
4. Matrix
5. AdHitz
6. Ozon Media
7. Clicksor
8. Edomz
এদের মধ্যে Matrix Communication কে আমার কাছে সবচেয়ে আকর্ষনীয় মনে হয়েছে। কারন বাংলাদেশী টাকায় ওরা পেমেন্ট করে আর বাংলা কন্টেন্ট কে সহজেই এপ্রুভ করে। ফ্রি ওয়েবসাইট গুলোর ব্যাপারেও ওদের কোন অ্যালার্জি নাই। বিস্তারিত জানতে ম্যাট্রিক্স কমিউনিকেশন এর সাইটে ভিজিট করতে পারেন।