Wednesday, May 28, 2014

বাংলাদেশী সাইটের জন্য সেরা আট এডসেন্স বিকল্প!

ইন্ডিয়ান সাইটগুলিতে প্রচুর ট্রাফিক থাকা সত্তেও অনেক সময় নানান কারনে এডসেন্স অনুমোদন দেয় না। এ ধরনের সাইটগুলির জন্য আশার সংবাদ হল এই যে, এখন আপনার সাইটে এডসেন্স না থাকলেও আপনি আয় করতে পারবেন প্রচুর। অনেক সময় বিভিন্ন এড নেটওয়ার্কে আপনি দেখছেন আপনার অসংখ্য ভিজিটর রয়েছে কিন্তু ক্লিক নেই বললেই চলে। এ সব কিছুর সমাধান নিয়ে একটি লেখা পেলাম । এশিয়ান ভিজিটর বেশি এরকম সাইটগুলিতে ব্যাবহার করা যায় এমন আটটি সেরা এড নেটওয়ার্কের কথা উল্লেখ করা হয়েছে । এদের নাম গুলো আমি নিচে উল্লেখ করছি, বিস্তারিত জানতে  এ ভিজিট করুন।
1. Affinity
2. Bidvertiser
3. Chitika
4. Matrix
5. AdHitz
6. Ozon Media
7. Clicksor
8. Edomz
এদের মধ্যে Matrix Communication কে আমার কাছে সবচেয়ে আকর্ষনীয় মনে হয়েছে। কারন বাংলাদেশী টাকায় ওরা পেমেন্ট করে আর বাংলা কন্টেন্ট কে সহজেই এপ্রুভ করে। ফ্রি ওয়েবসাইট গুলোর ব্যাপারেও ওদের কোন অ্যালার্জি নাই। বিস্তারিত জানতে ম্যাট্রিক্স কমিউনিকেশন এর সাইটে ভিজিট করতে পারেন।

1 comment:

  1. বাংলা সাইটের জন্য এডসেন্স এর বিকল্প হিসেবে খুব ভালো কোনো এডমিডিয়া নেই, তবে অনেকগুলো আছে যারা ছোট সাইটগুলোর জন্য ভালো। যেমনঃ Adhitz, a-ads, ad chandrabindu ইত্যাদি।

    ReplyDelete