কোন কোন বিষয় সাধারণ মানুষ থেকে পৃথক করে ধনী মানুষদের, এ প্রশ্ন ভাবায় বহু মানুষকে। জানা যায়, ধনী মানুষেরা বহু বিষয় সাধারণ মানুষ থেকে ভিন্নভাবে দেখেন। এসব বিষয় ভিন্নভাবে দেখার কারণেই তাদের অনেকে ধনী হয়ে ওঠেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. দারিদ্র্যতা সব সমস্যার মূলে
সাধারণ মানুষ যেখানে বিশ্বাস করেন, ‘অর্থই সকল অনর্থের মূল’। সেখানে ধনী মানুষেরা বিষয়টিকে ভিন্নভাবে দেখেন। তারা বিশ্বাস করেন, দারিদ্র্যতা সব সমস্যার মূলে রয়েছে। আর এ কারণেই তারা এ থেকে দূরে থাকার চেষ্টা করেন। তাদের অনেকেই অবশ্য জানেন যে, অর্থ কারো সুখ আনতে পারে না, তারে পরেও এটি জীবনকে সহজ ও উপভোগ্য করতে সাহায্য করে।
২. স্বার্থপরতা একটা মহৎ গুণ
বহু মানুষ স্বার্থপরতাকে একটি বদগুণ বলে মনে করলেও ধনীরা সে বিষয়টিতে কোনো দোষ খুঁজে পান না। তারা নিজেদের সুখী হিসেবেই দেখতে চান এবং বিশ্বকে রক্ষার কোনো উদ্দেশ্য তাদের থাকে না। এ কারণে মধ্যবিত্তরা স্বার্থপরতাকে বদগুণ বলে মনে করলেও ধনীরা মহৎ একটি গুণ হিসেবেই বিবেচনা করেন।
৩. ধনীদের আগ্রাসী মনোভাব থাকে
সাধারণ বহু মানুষের মানসিকতা লটারির ওপর নির্ভর করে। তবে ধনীরা কখনোই এর সঙ্গে একমত হন না। তারা তার বদলে নিজের পরিশ্রমের ওপরই নির্ভরশীল।
৪. নির্দিষ্ট বিষয়ে জ্ঞানার্জনে বিশ্বাস করেন তারা
অধিকাংশ মানুষই যেখানে বিশ্বাস করেন প্রাতিষ্ঠানিক সাধারণ শিক্ষা তাদের উন্নতি ঘটায়। কিন্তু বহু ধনী ব্যক্তিই এ প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকেন। তারা তাদের নির্দিষ্ট বিষয়ে পর্যাপ্ত শিক্ষা গ্রহণে আগ্রহী থাকেন।
ধনীদের যে ১৯টি বিশ্বাস অন্যদের তুলনায় ভিন্ন
৫. ভবিষ্যতের স্বপ্ন দেখেন তারা
সাধারণ বহু মানুষ অতীত নিয়ে চিন্তিত থাকেন। তারা মনে করেন অতীতে আমরা অনেক ভালো সময় কাটাতাম। এ ধরনের অতীতমুখী মানুষ সাধারণত ধনী হয় না। তার বদলে যারা ভবিষ্যতের চিন্তায় বিভোর থাকেন, তারা তাদের লক্ষ্য অর্জন করতে এবং ধনী হতে সক্ষম হন।
৬. টাকা-পয়সার বিষয় যুক্তির সঙ্গে দেখেন
অধিকাংশ মানুষ টাকা-পয়সার বিষয়টি দেখেন আবেগের সঙ্গে। কিন্তু সফল ও ধনী মানুষেরা এসব দিক দেখেন যুক্তির সঙ্গে।
৭. আগ্রহের বিষয়ে কাজ করেন তারা
বহু মানুষই নিজের জীবিকার তাগিদে বিভিন্ন অপ্রিয় বিষয় নিয়ে কাজ করেন। কিন্তু ধনী মানুষেরা এসব অপ্রিয় বিষয় নিয়ে কাজ করেন না। তারা নিজের আগ্রহের বিষয় নির্ণয় করে শুধু তাই নিয়েই মেতে থাকেন এবং সফলতা লাভ করেন।
৮. তারা চ্যালেঞ্জ গ্রহণ করেন
সাধারণ মানুষ যেখানে কম মাত্রায় চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং সে অনুযায়ী জীবনধারণ করেন। মনোবিদরাও এ বিষয়টি সমর্থন করেন। এতে মানুষের হতাশা কম হয়। কিন্তু ধনীরা এক্ষেত্রে ব্যতিক্রম। তারা বড় চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং তাতে বিজয়ী হতে ক্রমাগত চেষ্টা করেন।
৯. ধনী হওয়ার জন্য আপনার কিছু একটা হতে হবে
অধিকাংশ মানুষই বিশ্বাস করেন ধনী হওয়ার জন্য উল্লেখযোগ্য কিছু একটা কাজ করতে হবে। কিন্তু ধনী মানুষেরা কোনো একটা কাজের ওপর নির্ভর করেন না। তারা বিশ্বাস করেন, ধনী হওয়ার জন্য ক্রমাগত চেষ্টা চালাতে হবে।
১০. ধনীরা অন্যদের অর্থ ব্যবহার করেন
অধিকাংশ সাধারণ মানুষই বিশ্বাস করেন, আপনার কিছু টাকা থাকতে হবে টাকা বানানোর জন্য। তবে ধনীরা এ ধারণায় বিশ্বাসী নন। তাদের নিজেদের পকেটে টাকা না থাকলেও তারা অন্য মানুষের টাকা ব্যবহার করে ধনী হতে পিছপা হন না।
১১. ধনীরা জানেন, বাজার চলে আবেগের ওপর
সাধারণ বহু মানুষই বিশ্বাস করেন তারা যুক্তি ও পরিসংখ্যানের ওপর ভিত্তি করে চলেন। কিন্তু ধনীরা জানেন, বাজারের ক্রেতারা আবেগ ও লোভের বশে চলে। মানুষের স্বাভাবিক এ ধর্মটির বিষয়ে ধনীরা অবহিত থাকেন।
১২. সন্তানকে ধনী হওয়া শেখান তারা
অধিকাংশ মানুষ তাদের সন্তানকে শিক্ষা দেন, কীভাবে টিকে থাকতে হয়। কিন্তু ধনী বাবা-মা তাদের সন্তানশে শেখান কীভাবে আরও ধন-সম্পদ অর্জন করা যায়।
১৩. ধন-সম্পদের কারণে বিচলিত হন না তারা
সাধারণ মানুষ যেখানে অর্থবিত্তের মাঝে পড়লে মানসিক চাপের মধ্যে পড়েন সেখানে ধনীরা মোটেও তা হন না। তারা মানসিকভাবে শান্ত থাকেন এবং আরও অর্থবিত্ত উপার্জনের চিন্তা করেন।
১৪. মজার চেয়ে শিক্ষা নিতেই বেশি ব্যস্ত থাকেন তারা
বিভিন্ন ঘটনা থেকে আনন্দ নিতেই আগ্রহী থাকেন সাধারণ মানুষ। কিন্তু ধনী মানুষেরা এ ধারার কিছুটা বাইরে। তাদের অনেকেই প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারেননি। কিন্তু নানা ঘটনার মাধ্যমে শিক্ষা নিতে তারা সব সময় প্রস্তুত থাকেন।
১৫. তারা আশপাশে প্রিয় মানুষদের রাখেন
অধিকাংশ সাধারণ মানুষই মনে করেন, ধনীরা নিচুদের অবজ্ঞার চোখে দেখেন। কিন্তু বাস্তবে সবক্ষেত্রে তা হয় না। অধিকাংশ সময় ধনী মানুষেরা আশপাশে তাদের প্রিয় মানুষদের রাখেন। অন্য সবধরনের মানুষকেই তারা কিছুটা দূরে রাখেন।
১৬. ধনীরা আয়ের দিকে মনযোগ দেন
দেখা গেছে, অধিকাংশ সাধারণ মানুষই সঞ্চয়ের মাধ্যমে সম্পদ বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু ধনী মানুষেরা তাদের আয়ের দিকে বেশি মনযোগী হন। ঝুঁকি গ্রহণের মাধ্যমে কতোটা লাভবান হতে পারলেন, এ বিষয়টিতেই থাকে তাদের মনযোগ।
১৭. ধনীরা জানেন কখন ঝুঁকি নিতে হবে
সাধারণ মানুষ অর্থ নিয়ে নিরাপদ থাকতে পছন্দ করেন। কিন্তু ধনীরা এ বিষয়টিতে অনেক দক্ষ হন। তারা জানেন কখন অর্থ নিয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে হবে।
১৮. অনিশ্চয়তায় আনন্দ
অধিকাংশ সাধারণ মানুষই নিশ্চয়তাপূর্ণ জীবনে স্বাচ্ছন্দবোধ করেন। কিন্তু ধনী মানুষেরা অনিশ্চয়তার মাঝে আনন্দ খুঁজে পান। তারা ঝুঁকি নেন এবং তা থেকে লাভ তুলে নেয়ার মাঝে আনন্দ লাভ করেন।
১৯. তারা জানেন, সবকিছু থাকা সম্ভব
সাধারণ মানুষ সব সময়েই বিশ্বাস করেন, তাদের বিভিন্ন অপশন থেকে একটি করে বেছে নিতে হবে। কিন্তু ধনীরা এ ধারার বাইরে। তাদের মাথায় থাকে যে, তার পক্ষে সবকিছুই অর্জন করা সম্ভব।