
গল্পের বই ঘাঁটলে চোরেদের বিভিন্নরকম চুরির ঘটনার কথা জানতে পারা যায়। কখনও তাঁরা চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ে, তো কখনও চুরি করেও সমস্ত জিনিস গৃহকত্রীর হাতে তুলে দেয়। কিন্তু, সেগুলি গল্পের কথা। বাস্তব জীবনেও চোরের ভিন্ন নিদর্শন রয়েছে। আর বলাই বাহুল্য, জেন ওয়াইয়ের চোর। একটা ফেসবুক ‘এফেক্ট’ তো থাকবেই। মার্কিন যুক্তরাষ্ট্রে এরকমই এক অদ্ভুত চোরকে খুঁজে পাওয়া গেল। যে চুরির পর ফেসবুকে পাঠায় ফ্রেন্ড রিকোয়েস্ট। আর যাঁর থেকে জিনিস চুরি করেছে এবং বন্ধুত্ব স্থাপনের চেষ্টা চালান তিনি একজন নারী। চুরি করলেও তাঁকে মনে ধরেছিল চোরের। হয়ত তাই একদিন পরই ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট। চুরির অভিযোগে গত শুক্রবার কিটস্যাপ জেলা আদালতে অভিযুক্ত রিলে অ্যালেন মুলিনসের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার ব্রামারটন ফেরি টার্মিনালে কানে হেডফোন গুঁজে গান শুনছিলেন। হঠাৎই মাথায় আঘাত করেন চোর। কিছু বুঝে ওঠার আগেই তাঁর আইপড এবং পার্স চলে সরিয়ে নেয় চোর। কোনও রকমে মাথা ঘুরিয়ে দেখতে পেলেন ঘাড়ে চোর জিনিসগুলি নিয়ে ছুটে পালাচ্ছে। আর লক্ষ্য করতে পারলেন তার ঘাড়ে রয়েছে একটি ট্রায়াঙ্গেল ট্যাটু। ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু, উল্লেখযোগ্যভাবে ঠিক তার পরের দিন ওই তরুণীর ফেসবুকে আসে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট। আর তার ছবি দেখতে গিয়েই বোঝা যায় গতকালকের চোরই হলো এই নতুন বন্ধু। ট্যাটুটিই চিনিয়ে দিল তাঁকে। ওই ফেসবুক অ্যাকাউন্টটি যে মুলিনের, তা নিশ্চিত করেছে পুলিশ। জানা গেছে, চোর চুরি করার পর তার তার প্রতি আকৃষ্ট হয়ে যায়।
No comments:
Post a Comment